সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদশেখ হাসিনা নি কৃ ষ্ট শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে: সাদিক কায়েমপদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে মাহফুজ আলমপদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসংসদ-গণভোটের তপশিল ঘোষণায় প্রস্তুত ইসি
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানিগুলোর মধ্যে ১৭৩ টির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ০ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড-এর শেয়ারদর বেড়েছে ২১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—

গ্রামীণ সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সমরিতা হাসপাতাল লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।