সংবাদপত্রবিষয়ক পঠন-পাঠনে আমেরিকার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জনক থমাস জেফারসনের উক্তিটি ঘুরে-ফিরে আসে, যেটা এমন- আমাকে সংবাদপত্রবিহীন সরকার অথবা সরকারবিহীন সংবাদপত্রের একটিকে বেছে নিতে বলা হলে আমি নির্দি্বধায় দ্বিতীয়টি বেছে নেব।শব্দার্থে বাস্তবোচিত মনে না হলেও, প্রতীকী অর্থে ধরে নিলেও, এই উক্তির মধ্যে রাষ্ট্রনায়ক আধুনিক সমাজে সংবাদপত্রের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও শক্তিকে নির্দেশ করেছেন। এবং তা সন্দেহাতীত।জনগণকে প্রাত্যহিক খবরাখবর জানানোর বাহন সংবাদপত্রকে হতে হবে বিশ্বাসযোগ্য। অর্থাৎ সঠিক খবর দিতে হবে। এর ব্যত্যয় তথা সাংবাদিকতার ক্ষেত্রে সমস্যাটিও সংবাদপত্রের শুরু থেকেই রয়েছে। জনগণ অভিজ্ঞতা থেকেই জেনেছে, খবরের কাগজে যা-কিছু ছাপা হয় সব বিশ্বাসযোগ্য নয়। তবু খবরের কাগজ ছাড়া মানুষের চলেই না। বিশ্বাসযোগ্যতার হেরফেরে কোনো সংবাদপত্র মানুষের কাছে আদরণীয়, কোনোটি তারা আড়চোখে দেখে। এই সমস্যাটিকে কটাক্ষ করে মার্কিন রসরাজ সাহিত্যিক মার্ক টোয়াইন বলেছিলেন, যারা খবরের কাগজ পড়ে না তারা খবর জানতে পারে না। আর যারা খবরের কাগজ পড়ে তারা ভুয়া খবর জানতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করে আজ বৃহস্পতিবার, শনিবার ও সোমবার প্রতিটি ৫২ পৃষ্ঠা করে তিন দিন বিশেষ সংখ্যা প্রকাশিত হচ্ছে। প্রতিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি করে সময়োপযোগী স্লোগান আমরা নির্বাচন করি। এবার রয়েছে যুক্তি, মুক্তচিন্তা, আগামী। রাজনীতিতে, সমাজে বহুলাংশে যুক্তির অন্তর্ধান, পশ্চাদপদতা, ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা, চিন্তার আড়ষ্ঠতা, মুক্তচিন্তায় বাধার বিরুদ্ধে সচেতনতা, লড়াই এবং দেশের উন্নয়ন প্রচেষ্টা, শিক্ষা, তারুণ্যের বোঝাপড়া ও অগ্রগামিতায় দেশের ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশিষ্ট চিন্তক, লেখকদের রচনায় বিশেষ সংখ্যাগুলো সাজানো হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। ছাপানো কাগজ কিনে পড়ূন। অনলাইন সংস্করণ আপাতত নিখরচায় পড়ূন। বিদ্রোহী কবির অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস এই বাণী নিয়ে প্রথম থেকে আমাদের পথচলা, সে অঙ্গীকার আঠারো বছর বয়সে আরও শাণিত করার সময়। আমাদের সঙ্গে থাকুন।