৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানালেন মির্জা ফখরুলপাঠ্যবই বিলম্বে ছাপানোর কারসাজি ছাপাখানাগুলোরগ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয়গণ-অভ্যুত্থানে শহীদ ৮৫৮দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮
No icon

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

রবিবার (২৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন অনুযায়ী বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য শর্ত সাপেক্ষে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।

আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে গঠিত “রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি”র আহ্বায়ক। তিনি সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ২০২২ সালে ফেব্রুয়ারিতে সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর গত ১৭ অক্টোবর পদত্যাগ করেন তিনি।

 “'বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘ সময় একে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এখন সবার সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টায় একাডেমিক তার নিজস্ব চরিত্রে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা থাকবে।”