গাজায় আরও ৫২ ফিলিস্তিনি নিহতবঙ্গোপসাগরে লঘুচাপ, কমতে পারে তাপমাত্রাদ্রুত নির্বাচনের চাপ বাড়ছেগাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ
No icon

শেখ মুজিব ও শেখ হাসিনার নাম বাদ দিয়ে ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন

ব্যক্তির নাম বাদ দিয়ে জেলার নামে দেশের ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারীর বুধবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ; নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ; জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নাম দেওয়া হয়েছে।এ ছাড়া, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।