চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

শিল্প কারখানায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে শিল্পপুলিশ

চট্টগ্রামে অবস্থিত শিল্প কারখানা মালিক-শ্রমিক, পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন অতিরিক্ত আইজিপি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান। গতকাল রবিবার ওয়ার্ল্ড ট্রেন সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মো. সুলাইমান।সভায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বৈশি^ক অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে আগামী নির্বাচন কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করেন। তারা বলেন, শিল্প উৎপাদনে ব্যাঘাত ঘটলে দেশের সংকট তৈরি হবে।বিকেএমইএ পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, বর্তমান পোশাকশিল্প খুবই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করছে। প্রত্যেক পোশাক কারখানায় অর্ডারের স্বল্পতা রয়েছে। যা এ খাতের জন্য অশনিসংকেত। বর্তমান পরিস্থিতিতে সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের পলিসিগত সহয়তা প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ^াস দিয়ে অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বলেন, বর্তমান বৈশি^ক পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। এ পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে হবে। এ জন্য শিল্প পুলিশ যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিজিএমইএ প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিকেএমইএ পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।