চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

বাংলাদেশ সীমান্তে বিমান থেকে দফায় দফায় গোলাবর্ষণ

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে তুমুল গোলাবর্ষণ চালিয়েছে দেশটির বিমানবাহিনী। মংডুর স্থানীয়দের বরাত দিয়ে গতকাল শুক্রবার মিয়ানমারভিত্তিক গণমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, গত বৃহস্পতিবার যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে অন্তত তিন দফা বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে গত বুধবার মংডু এলাকায় বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি একটি পুলিশ চৌকিতে হামলা চালিয়ে ১৯ জন পুলিশ সদস্যকে হত্যা করে ও তাদের অস্ত্র গোলাবারুদ লুট করে নিয়ে যায়।মংডু এলাকার এক বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার সকালে প্রথমে দুটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গোলাবর্ষণ করে। এ সময় মংডুর বিভিন্ন এলাকা বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে।বিকালের দিকে বোমাবর্ষণ করে দুটি বিমান ও দুটি হেলিকপ্টার। একই দিন রাখাইন রাজ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা বিদ্রোহীদের কাছ থেকে পুলিশ চৌকিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ভারী অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে।