চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মিলবে না নার্সিংয়ের বদলি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদন ছাড়া নাসিং ও মিডওয়াফারি অধিদপ্তর কোনো বদলি, পদায়ন বা সংযুক্তির আদেশ জারি করতে পারবে না। আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এমন একটি আদেশ জারি করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বদলি, পদায়ন বা সংযুক্তির প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে অনুমোদনের জন্য পাঠাবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদন পেলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বদলি, পদায়ন বা সংযুক্তির আদেশ জারি করবে।আদেশে আরও বলা হয়, সব ধরনের ছুটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মঞ্জুর করলেও সেটি স্বাস্থ্যসেবা বিভাগকে জানাতে হবে।