চলমান বিদ্যুৎ সংকট খুব বেশিদিন থাকবে না বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এই সংকট সাময়িক সময়ের জন্য।তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে। একই সাথে ভারতের আদানী পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে।শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন। বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।তিনি লিখেছেন, সংকট সমাধানে আমরা সারাদেশে শিডিউল ভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। তবে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে।এর আগে আজ সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ বলেন, এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে
দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে উল্লেখ করে তিনি বলেন, কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহনখাতে ব্যবহার হয়ে থাকে।এর আগে বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারাদেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করে হয়েছে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।