চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৭৭তম

বিশ্বব্যাংক প্রকাশিত চলতি বছরের আন্তর্জাতিক পরিবেশ সক্ষমতা সূচকে (ইপিআই) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। এ ক্ষেত্রে বাংলাদেশের সার্বিক স্কোর ২৩.১০। যার অর্থ হলো বাংলাদেশ বিশ্বের সেসব দেশের মধ্যে রয়েছে যেগুলোর পরিবেশগত স্বাস্থ্য সবচেয়ে খারাপ। তালিকায় বাংলাদেশের পর রয়েছে শুধু ভিয়েতনাম, মিয়ানমার ও ভারত। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে পাকিস্তানের নাম।বিশ্বব্যাংকের হয়ে এ সূচকটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল্য অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক। পরিবেশ বিষয়ে ১১টি সমস্যাসংক্রান্ত বিভাগের ৪০টি নির্দেশকের ওপর ভিত্তি করে ১৮০ দেশের জলবায়ু পরিবর্তন, পরিবেশগত স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের প্রাণবন্ততার নিরিখে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।পরিবেশ সক্ষমতার দিক থেকে ইপিআই সূচকে ৭৭.৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। এর পরবর্তী চার দেশ হলো যথাক্রমে যুক্তরাজ্য (স্কোর ৭৭.৭০), ফিনল্যান্ড (স্কোর ৭৬.৫০), মালটা (স্কোর ৭৫.২০) ও সুইডেন (স্কোর ৭২.৭০)। আশ্চর্যজনকভাবে সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শীর্ষে ৮১তম অবস্থানে আছে আফগানিস্তান (স্কোর ৪৩.৬০)। এ ছাড়া ৮৫তম অবস্থানে আছে ভুটান (স্কোর ৪২.৫০), ১১৩তম অবস্থানে মালদ্বীপ (স্কোর ৩৭.৪০), ১৩২তম অবস্থানে শ্রীলংকা (স্কোর ৩৪.৭০) এবং ১৬২তম অবস্থানে আছে নেপাল (স্কোর ২৮.৩০)।