চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

সোমবার আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে সোমবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বাংলাদেশে ইউএইর নতুন বিনিয়োগ, সে দেশে বাংলাদেশের শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।এ ছাড়া কৃষিপণ্য ও খাদ্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হতে পারে। সফরকালে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।অতি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুবাই সফর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রীর সফরসূচি এবং সফরের আলোচ্যসূচি চূড়ান্ত হয়।