চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র;্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র;্যাব)। কারখানা থেকে পাঁচটি অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ তথ্য জানান কক্সবাজার র;্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।গ্রেপ্তার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।র;্যাব -১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা পাঁচ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে পাঁচটি অস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।তিনি জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।