চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করল দক্ষিণ আফ্রিকানিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়তে পারে দিনের তাপমাত্রাবাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হচ্ছে নাচাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
No icon

বাংলাদেশকে সাড়ে ৯ লাখ টিকা উপহার দিল অস্ট্রিয়া

বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে অস্ট্রিয়া। আগামীকাল বুধবার টিকাগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।এর আগে গতকাল সোমবার অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে এসব টিকা হস্তান্তর করেন।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে। টিকা হস্তান্তর অনুষ্ঠানের আগে ওই ডাক টিকিট অবমুক্ত করা হয়।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন। পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনা থেকে টিকিট দুটি অবমুক্ত করেন।