ব্যাংক একীভূত হলেও গ্রাহকের ভোগান্তি হবে না: ড. সালেহউদ্দিন আহমেদপ্রাথমিকে নৃত্য ও সংগীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল চায় জামায়াতডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান আয়াতুল্লাহ আলি খামেনির
No icon

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের লম্বা লাইন

সকাল ৮টার দিকে ডাকসুর ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের লম্বা লাইনে এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে সকাল ৮টা বাজার আগেই টিএসসি কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য দুই শতাধিক শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়।সকাল সাড়ে ৮টায় শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোটারদের প্রায় এক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে।এদিকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে পুলিশও রয়েছে ।ভোটের জন্য লাইনে দাঁড়ানো একজন ছাত্রী বলেন, অনেকদিন পর ডাকসুর ভোট হচ্ছে। আমি জীবনে প্রথমবার এখানে ভোট দিচ্ছি। তাই অনেক উৎসাহ নিয়ে সকাল সকাল বাসা থেকে চলে এসেছি। কিন্তু এসেই পড়েছি দীর্ঘ লাইনে।এদিকে ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে বেরিয়ে এক ভোটার বললেন, অনেকগুলো ভোট দিতে হচ্ছে। শুধু ভোট দিতেই প্রায় সাত মিনিট লাগল। এছাড়া কেন্দ্রের ভেতরে ঢোকার পর কিছু আনুষ্ঠানিকতা ও শনাক্তকরণের বিষয় রয়েছে।

আনুষ্ঠানিকতা ও শনাক্তকরণের বিষয়ে এক ছাত্রী বলেন, ঢোকার পর পরিচয়পত্রের নম্বর ধরে একটি শিটে স্বাক্ষর করতে হয়। এরপর আমাকে দুটো ব্যালট পেপার দেওয়া হয়। একটি কেন্দ্রীয় সংসদের জন্য, আরেকটি হল সংসদের জন্য। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীদের নামের পাশে ক্রস চিহ্ন দিতে হয়েছে। সব মিলিয়ে ৭ থেকে ৮ মিনিট সময় লেগেছে।প্রসঙ্গত, ৬ বছর পর আজ মঙ্গলবার আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের রায় দেবেন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী।এদিন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।এদিকে পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। পরে ৮টা ৭ মিনিট থেকে এই কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর ৮টা ১০ মিনিট থেকে শুরু হয় ভোটগ্রহণ।টিএসসি কেন্দ্রের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা গণমাধ্যমকে বলেন, খন তো মাত্র ভোটগ্রহণ শুরু করলাম। এখনই কোনো মন্তব্য করব না। কিছুক্ষণ পরে কথা বলব।সকাল ৮টা ২০ মিনিটে টিএসসি কেন্দ্রে বাগছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার গণমাধ্যমকে বলেন ভোট শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ চলবে বলেই আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি, তারা আমাদেরকে বিজয়ী করবেন। আমি সকাল সাড়ে ১০টায় কার্জন হলে ভোট দেব। >