সারা দেশে বৃষ্টির আভাসপ্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন: গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়পার্বত্য ৩ জেলায় সাধারণ ছুটি রোববারসাধারণ মানুষ এই সরকারকে আরও ৫ বছর চাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাযুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬
No icon

দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে নেই ঢাকা

ঢাকার বাতাসে আজ খানিকটা উন্নতি হয়েছে। দূষণের তালিকায়ও নিচে নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর করাচি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৭ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ।এদিন দূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১২তম। ১৮১ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকার বাতাসের পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ১৯.৬ গুণ বেশি রয়েছে।এ সময় ২০৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার গোড়ান এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ইস্টার্ন হাউজিং (১৬৬), মহাখালীর আইসিডিডিআরবি (১৫৯), ঢাকার মার্কিন দূতাবাস (১৫৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫), কল্যাণপুর (১৫৪) এলাকা। এসব এলাকায় আজ বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।এ ছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, পোল্যান্ডের ক্রাকো, চীনের শহর উহান। এসব শহরে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।