ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছেগণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেনআজ রাতেই ফের হামলা চালাবে ইরানমোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তারইসরাইলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
No icon

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল, উপভোগে সূর্যাস্ত ও সমুদ্রস্নান

ঈদুল আজহার প্রথম দিন সকালটা তুলনামূলক শান্ত থাকলেও বিকেল হতেই কক্সবাজার সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। সৈকতের প্রতিটি পয়েন্টে ছুটির আনন্দে মেতে ওঠে হাজারো মানুষ। স্থানীয় দর্শনার্থীরাও মিলেছেন ভ্রমণপিপাসুদের সঙ্গে।পর্যটকরা কেউ সাগরে নেমেছেন স্নানে, কেউবা ছবি তুলেছেন বালিয়াড়িতে, কেউ উপভোগ করেছেন সূর্যাস্তের রঙে রাঙানো অপার সৌন্দর্য। ঢাকার মিরপুর থেকে আসা রফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে ছুটি উপভোগ করতে কক্সবাজারে এসেছি।পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের এএসপি নিত্যানন্দ দাস জানান, প্রতিটি গোলঘর ও ওয়াচ টাওয়ারে রয়েছে পুলিশি নজরদারি।হোটেল মালিকরা আশা করছেন, ঈদের ছুটিতে প্রতি দিনই পর্যটকের ঢল নামবে, ইতোমধ্যে বুকিংয়ে আশানুরূপ সাড়া মিলেছে।