বছরের প্রথম দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তরজ্বলন্ত ফানুস পড়ে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডদফায় দফায় শৈত্যপ্রবাহ আসছেআন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজঘন কুয়াশায় তীব্র শীতে কাবু জনজীবন
No icon

চিড়িয়াখানায় হাতির আছাড়ে প্রাণ গেল কিশোরের

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে জাহিদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জাহিদ চিড়িয়াখানার হাতির মাহুত (হাতি রক্ষণকারী) আজাদ আলী ছেলে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন মোল্লা বলেন, ছেলেটি হাতির মাহুতের ছেলে। ঈদের কারণে চিড়িয়াখানায় প্রচুর মানুষ আসে। দর্শকদের ফুটবল নিয়ে খেলা দেখানোর সময় মাহুতের ছেলে বাবার কাছেই ছিল। হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর হাতিটিকে বিশেষ ব্যবস্থায় আলাদা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।