তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

বিধিনিষেধের মধ্যে রাস্তায় বেড়েছে মানুষ, যানবাহন

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের ত্রয়োদশ দিনে গতকাল রাস্তায় সাধারণ মানুষের চলাচল ছিল বেশি। গণপরিবহন না থাকলেও বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ বিকল্প নানা পরিবহন দেখা যায়। এর মধ্যে কেউ যান কর্মক্ষেত্রে, কেউ জীবিকার প্রয়োজনে কাজের সন্ধানে বেরিয়েছেন।রাজধানীর কোথাও দেখা গেছে গাড়ির চাপে যানজট। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মানবিক আচরণ করতে দেখা যায়। তারা সাধারণ মানুষকে ঘরমুখো থাকতে অনুরোধ করছে। আবার কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে সহযোগিতা করছে। যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক দিয়ে সহযোগিতা করছে। পাশাপাশি কেউ অযৌক্তিক কারণে ঘর থেকে বের হলে তাকে জরিমানাও করা হচ্ছে।এদিকে বিনা কারণে রাস্তায় বের হওয়ায় গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ৪২৫ জনকে আটক করে। মোবাইল কোর্ট বসিয়ে ১৭৯ জনকে ৩ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিএমপি ট্রাফিক ৪০৭টি গাড়িকে ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকাল থেকে রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, রামপুরা, মৌচাক, মালিবাগ, কাকরাইল, পুরানা পল্টন, শাহবাগ, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, সিটি কলেজ মোড়, রাসেল স্কয়ার মোড়, গণভবন চেকপোস্ট, গাবতলী, মাতুয়াইল, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস ছাড়া বিকল্প সব পরিবহনই চলেছে। চেকপোস্টগুলোয় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন চেকপোস্টে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।এ বিষয়ে ডিএমপির (মিডিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধে পুলিশের পক্ষ থেকে মানবিক আচরণ করা হচ্ছে। তবে যারা অকারণে বের হচ্ছেন তাদের জেলসহ জরিমানার আওতায় আনা হচ্ছে। প্রতিটি মোড়ে পুলিশ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতে তাদের জবাবদিহির আওতায় আনছে।