অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন পদ্মা সেতুতে সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায়শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলরোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
No icon

ডিম ছোড়া আইনজীবীদের সনদ বাতিল করা হবে : মাহবুব উদ্দিন খোকন

হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির (বার) সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আশরাফুল কামালের দিকে এজলাশে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। পরে এজলাস থেকে মো: আশরাফুল কামালসহ অপর বিচারপতি নেমে যান। এ ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র : বিবিসি