দেশীয় শোবিজের একসময়ের তুমুল ব্যস্ত ও চাহিদাসম্পন্ন মডেলের নাম মোজেজা আশরাফ মোনালিসা। আকাশছোঁয়া জনপ্রিয় এই সুহাসিনী তারকার স্নিগ্ধ মিষ্টি হাসি এখনো অনেক দর্শক-ভক্তের মনে অন্যরকম দোলা দিয়ে যায়। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছিলেন অনেক নাটক ও মিউজিক ভিডিওতেও। নাচেও ছিলেন বেশ পারদর্শী। সেই মোনালিসা হঠাৎই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পাড়ি জমান সুদূর আমেরিকায়। শীতের পাখির মতো মাঝে মধ্যেই অতিথি হয়ে ফেরেন মাতৃভূমিতে। তখন নতুন করে কিছু কাজে দেখা যায় তাকে। আমেরিকা থাকলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। পরিবারের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য মনটা ব্যাকুল হয়ে আছে তার। মনের টানে সম্প্রতি আবারও দেশে ফিরেছেন এই লাস্যময়ী।
দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন মোনালিসা। এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেন এ অভিনেত্রী। সেখানে মোনালিসা বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব। আমাকে আমার দর্শক, ভক্ত-অনুসারীরা ভালোবাসেন, এ কারণে এখনো তারা আমাকে মনে রেখেছেন। তারা আমাকে সব সময়ই পর্দায় দেখতে চান। আমিও দেশকে ভীষণ মনে করি। সে কারণেই দেশে এসেছি। আমিও ফ্যানদের মিস করি। এ কারণে তাদের জন্য ভালো কিছু কাজ করব। সামনে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, দেখা যাক।’
এখানকার ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘আমাদের সময় এই মাধ্যমটা ছিল না। তাই কাজ করা হয়নি। আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। আমার ইচ্ছা আছে, ভালো চিত্রনাট্য, পরিচালক হলে আমি অবশ্যই কাজ করব।’ মোনালিসা বলেন, ‘একটা সময় আমি সব কিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। বাইরে থাকলেও আমি সব সময়ই দেশের কথা ভাবি।’
২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করে শোবিজে পথচলা শুরু করেন মোনালিসা। মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান। মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সবার নজর কাড়েন। ‘কাগজের ফুল’ তার প্রথম টিভি নাটক। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘তৃষ্ণা’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপরের গল্পটা ছিল শুধুই সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার।