নিজের থেকে ৭ বছরের ছোট এক অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। অভিনেতা অমল পরশের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। প্রথম সংসার ভাঙার পর একমাত্র সন্তানকে নিয়ে একাই জীবনযাপন করে আসছিলেন কঙ্কনা।
এদিকে তার প্রেম করার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রাক্তন স্বামী রণবীর শোরে। ডা. নিমো যাদব নামে একটি টুইটার আইডি থেকে পোস্ট করা, মোদি ভক্ত রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরশকে ডেট করার সিদ্ধান্ত একেবারে সঠিক কঙ্কনা সেন শর্মার। সেই পোস্ট শেয়ার করে রণবীর লিখেন, আমিও একমত।
প্রসঙ্গত ২০০৭ সালে রণবীর শোরের সঙ্গে প্রেম শুরু হয় কঙ্কনার। তখন থেকে দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। ২০১০ সালে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে পড়েলে সে বছর বিয়ে করেন এই জুটি। ২০১১ সালে সন্তানের জন্ম হয় তাদের । দশ বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। তাই ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবনে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন এই অভিনেত্রী।