সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৮৪ ৮৪ জনকে কারাগারে পাঠানোর আদেশইসরায়েলে আটক হলেন দুই ব্রিটিশ এমপিটানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিসআজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা
No icon

আগামী অর্থবছর রাজস্ব আদায় করতে হবে ৫৭ হাজার কোটি টাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে করের হার বাড়িয়ে আরো অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া সংস্থাটি ভর্তুকি ব্যয় কমিয়ে আনা এবং করছাড় কমিয়ে আনার ব্যাপারে তাগিদ দিয়েছে। আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলারের যে ঋণ চুক্তি রয়েছে তা বাস্তবায়নে সংস্থাটির বেশকিছু শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে-জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর আদায়ের পরিমাণ বাড়ানো। উল্লেখ্য, এনবিআর বছরের শুরুতে অপ্রত্যাশিতভাবে কর বৃদ্ধির পর বিভিন্ন পণ্য ও পরিষেবা থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে আইএমএফ এখন আরো কর বাড়ানোর পরামর্শ দিচ্ছে।