ভারতের ২৫টি অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআরসশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়াল সরকারস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটামএটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ২৭ মেভারতের ১২টি ড্রোন ‘নিষ্ক্রিয়’: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী
No icon

১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে।আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে বলে আদেশে জানানো হয়েছে।সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে জারি করা আদেশে।এ বিষয়ে বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব সমকালকে বলেন, আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এ দুইদিন সব সরকারি ও বেসরকারি সব অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে নির্দেশনার আলোকে এ দুই শনিবার শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।