রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টামৃদু শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৯.৮ ডিগ্রিতেবছরের প্রথম দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তরজ্বলন্ত ফানুস পড়ে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডদফায় দফায় শৈত্যপ্রবাহ আসছে
No icon

দেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ১৫ বছর নির্যাতিত হয়ে আমরা রাজনীতি করেছি। স্বৈরাচার সরকারের পতন আমরা ঘটাতে পারিনি। কিন্তু কোমলমতি ছেলেমেয়েরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের সঙ্গে তাদের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু তারাই নেতৃত্বে ছিল। যারা জীবন দিয়ে এ স্বাধীনতা এনে দিতে পারে, আমরা তাদের হাতে এ দেশ গড়ার দায়িত্ব তুলে দিতে চাই। দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৭ বছর বয়স যাদের তাদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর এক একজন করে ১১ জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। তারা পালানোর চেষ্টা করেননি। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালান না।

তিনি বলেন, আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানি না। আমরা সবাই এ দেশের নাগরিক। এর আগে রবিবার দিবাগত রাতে দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। সমাজের ভ দের পরিচয় করিয়ে দেওয়া উচিত। সচেতন মুসলমান দুষ্কর্ম করতে পারে না। দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই দেশকে ভালোবাসব। শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব। আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এদিকে নীলফামারীর সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের (আওয়ামী লীগ) চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনই ঘটায়নি, দেশ থেকেই বিতাড়িত করেছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কেউ অন্যায়ের শিকার হবে না। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না।