আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সত্যি হলো। নতুন বছরের প্রথমদিন থেকে দেশে শীত বেড়েছে। রাজধানীতেও বেড়েছে শীতের অনুভব। আজ বৃহস্পতিবার সকালটা ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে। সকাল ১০টা পর্যন্ত ঢাকায় সূর্যের দেখা মেলেনি।জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫ ডিগ্রিতে নামে, যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।