আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূসদেশে ফিরেছেন মাহমুদুর রহমানসেনা কর্মকর্তা হত্যার বিচার হবেটস হেরে ব্যাটে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিনগাজায় এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৫
No icon

ভোটার তালিকার পর ভোটের তারিখ

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য ও ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। অধ্যাপক ইউনূস বলেন, নতুন সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত হওয়ার পাশাপাশি ভোটার তালিকা তৈরি হলেই নির্বাচনের তারিখ বলা হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন ড. ইউনূস। ওই সময়ই এ সরকার জানিয়ে দেয়, দেশে আগে সংস্কার দরকার, তারপর নির্বাচন। এর মধ্যে নির্বাচন প্রশ্নে বিএনপি বলেছে, প্রয়োজনীয় সংস্কারে তারা সরকারকে সময় দিতে প্রস্তুত, তবে সেটি অনির্দিষ্টকালের জন্য নয় ।

এরপর দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন অধ্যাপক ইউনূস। সেখানে দলগুলো বিভিন্ন দাবি তুললেও নির্বাচনের সময়সীমার কোনো প্রসঙ্গ আসেনি। এর মধ্যে সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী।অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পরবর্তী জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। এর মধ্যে প্রধান উপদেষ্টাই নির্বাচনের সময়সীমা নিয়ে আভাস দিলেন। বৈঠকে ড. ইউনূস বৈষ্যমবিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উৎখাত নিয়ে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য গঠন করা ছয়টি কমিশনের ব্যাপারে বিস্তারিত জানান।