আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূসদেশে ফিরেছেন মাহমুদুর রহমানসেনা কর্মকর্তা হত্যার বিচার হবেটস হেরে ব্যাটে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিনগাজায় এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৫
No icon

গাজায় এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৫

ফিলিস্তিনের গাজায় আরও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার শিকার এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।  সংবাদমাধ্যমটি বলছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা আল-ফালুজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের ব্যবহৃত একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে তারা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৬ হাজার ৯২ জন ব্যক্তিও আহত হয়েছেন।মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৯ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।