মিঠাপুকুরে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু আজ‘এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা ৬ মাসে দেয়া সম্ভব নয়’৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা৫৬ রানেই অলআউট আফগানিস্তান
No icon

সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজল ঢাকা

আষাঢ়েরর শুর থেকেই বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এতে করে কিছুটা সমস্যায় পড়েন দিনের শুরুতেই পথে নামা কর্মজীবী মানুষ।সকাল সাড়ে ৮ টার দিকে শুরু হয় বৃষ্টি। দাপ্তরিক সময় হওয়াতে আকস্মিক বৃষ্টিতে ভিজেছেন অনেকেই। বৃষ্টির কারণে পরিবহনও কম ছিল রাস্তায়। এতে বিপাকে পড়েন অফিসগামীরা।এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবারের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।