‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশই দুর্নীতির দিকে’এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ২৮ অক্টোবরের পর নয়াপল্টনে আজ প্রথম সমাবেশ করবে বিএনপিদেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাসআবারও রাজপথে আ’লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
No icon

মিঠাপুকুরে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মিঠাপুকুরে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল হতে বিকাল পর্যন্ত পৃথক স্থানে এ ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো- উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়শা (৯), একই গ্রামের মুকুল মিয়ার ছেলে আয়াত (৯) ও বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা কুড়াড়পাড় গ্রামের এরশাদুল মিয়ার মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা (১)।উপজেলার পশ্চিম বড়বালা গ্রামের শিশু মাইশা বাড়ির উঠানে খেলছিল। সকাল ৮টার দিকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা তার লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।অপরদিকে পায়রাবন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জনান, বিকেল সাড়ে ৫টার দিকে দমদমা ব্রিজ সংলগ্ন আঠারকোটা গ্রামে ঘাঘট নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আয়শা ও আয়াত। স্থানীয় এক বৃদ্ধা তাদের পানিতে ডুবতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্তত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।