১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিদৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধএকুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাগ্যাস-বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কামহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
No icon

ঢাকায় কুয়াশা ঝরেছে বৃষ্টির মতো

মাঘের শেষে এসে ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী। সকাল থেকেই বৃষ্টির মতো ঝরেছে ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া বইছে। আর এতেই অনুভূত হচ্ছে শীত।ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো শহর। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল সাড়ে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।