শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবেসংসদ ও স্থানীয় নির্বাচনে ‘একবারে’ ভোটগ্রহণের প্রস্তাব
No icon

বৃষ্টি ঝরিয়ে আবার নামবে শৈত্যপ্রবাহ

গত ১৬ দিনের মধ্যে ১১ দিনই দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বৃহস্পতিবার মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ শেষ হলো। অবশ্য দ্বিতীয় দফায় উত্তরের দু-একটি জেলা ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। তবুও হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের প্রবাহ দেশের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ এসেছে। বেড়েছে তাপমাত্রা।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা শুক্রবার থেকে আগামী পাঁচ থেকে ছয় দিন বাড়তে থাকবে। এরপর আছে বৃষ্টির সম্ভাবনা। এতে তাপমাত্রা কমবেশি যা-ই থাকুক শীতের কষ্ট বাড়বে। আসবে আরেকটি শৈত্যপ্রবাহ।বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক তিন ডিগ্রি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি ও গতকাল বুধবার ছিল ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সব এলাকায় বেড়েছে তাপমাত্রা।আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বলেন, শুক্রবার তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। ১১ জানুয়ারি উত্তরের কিছু জনপদে বৃষ্টি হতে পারে। ১৪ থেকে ১৫ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই নতুন করে শৈত্যপ্রবাহ আসতে পারে।