NEWSTV24
পাসের হার কমেছে ,জিপিএ-৫ বেড়েছে
সোমবার, ১৩ মে ২০২৪ ১৫:২৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৩ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এই হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। তবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে মোট এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় এক হাজার ৪৪৯টি কম। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ১৩ হাজার ৫১৭ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন এবং ছাত্র ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন। এদের মধ্যে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন ছাত্রী ও ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন ছাত্র পাশ করেছে।গতকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা ১১টা থেকেই এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যায়। পরে বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশের ৩ হাজার ৭৯৯ কেন্দ্রে গত ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়। ১২ মার্চ শেষ হয় লিখিত পরীক্ষা।