উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এসময় তিনি দেশের সকল মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।এসময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ৬ বছর আটক করে রাখা হয়৷ আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম তাকে বাহিরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোন কথাতেই কর্ণপাত করেননি।মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি।মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাবার সময় তিনি আমাকে বলেছেন, আপনি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলবেন দেশবাসী যেন আমার জন্য দোয়া করে।কোন রাজনৈতিক বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের সকল মানুষের ভালো থাকার কামনা আশা করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন।