
বিমান হামলা আর স্থল অভিযানে গাজা সিটির দুই দিক থেকে হত্যাযজ্ঞ অব্যাহত রেখে অগ্রসর হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এমন অবস্থায় গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও আটকে দিয়েছে ইসরাইলের পরম মিত্র যুক্তরাষ্ট্র।নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠকে পেশ করা খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিলো। সেইসঙ্গে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেখানে অবাধ ত্রাণ সরবরাহ আর গাজায় জিম্মি ইসরাইলিদের অবিলম্বে সসম্মানে মুক্তির শর্তও ছিল। খসড়াটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ উত্থাপন করে। যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এ নিয়ে ৬ বার ভোটো দিল যুক্তরাষ্ট্র।ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেন, গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, এটি আর অনুমান বা ঘোষণা নয়, বরং বাস্তবতা।
ইসরাইলের সামরিক অভিযানে বেসামরিক মানুষের দুর্ভোগ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।এদিকে, গাজা সিটি দখলের উম্মাদনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি শুরু হওয়া স্থল অভিযান আর বিস্ফোরকবাহী রোবট দিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা তীব্রতর করছে দখলদার বাহিনী।যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ১৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৯ টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২২৮ জন। এর ফলে ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।