একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

গাজায় একদিনে নিহত ৯৮, ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৯৮ ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৯ জন।শনিবার (২ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তাতে বলা হয়, ইসরাইলের টানা অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৩০ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৮ হাজার ৭২২ জন।গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৯৮টি মৃতদেহ এবং ১ হাজারের বেশি আহত ফিলিস্তিনি। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন বলে জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত ও ৮৪৯ জন আহত হয়েছেন। এ নিয়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে। বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর পর থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৬৭ জনের বেশি।প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল।চলমান আগ্রাসনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলাও চলছে।