একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

পরমাণু আলোচনা নিয়ে যা বলল ইরান

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি বলেন, আগ্রাসন বন্ধ হলেও শুধুমাত্র আলোচনা শুরু হতে পারে।তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। ইসরায়েলই হামরা করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। ইরানের আত্মরক্ষার অধিকার আছে।অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় তিন দেশের বৈঠক চলার মাঝেই এ বিষয়ে ইসরায়েল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী নয় ইসরায়েল। তবে ইরান নিজ দেশের ভেতরেই ইউরেনিয়াম সমৃদ্ধ করুক সেটি ইসরায়েল চায় না।জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত দাবি করেছেন, ইরান গণহত্যার উদ্দেশ্যেই হামলা চালাচ্ছে। ইসরায়েল যে কোনো মূল্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে।