সারা দেশে বৃষ্টির আভাসপ্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন: গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়পার্বত্য ৩ জেলায় সাধারণ ছুটি রোববারসাধারণ মানুষ এই সরকারকে আরও ৫ বছর চাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাযুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬
No icon

চীনে ভূমিধসে অন্তত ৩০ জন নিখোঁজ

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে।কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি এখনও বিপজ্জনক।প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে। প্রায় ২০০ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে।চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর ২০০ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।চীনের প্রধানমন্ত্রী লে ছিয়াং কাছাকাছি এলাকাগুলোতে ভূতাত্ত্বিক কোনো বিপদের ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

  •