একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

ব্রাজিলে ব্যস্ত সড়কে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয় জন। যারমধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।