উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা, আজ বৈঠকদাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না আহত আন্দোলনকারীরাব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত সংস্কারের পর নিবার্চন দেওয়া হবে: ড. ইউনূস
No icon

হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র দুই ইসরায়েলি নিহত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।  ইসরাইলের নাহারিয়া শহরের একটি ভবনে মঙ্গলবার সরাসরি হিজবুল্লাহর রকেট আঘাত হানে এবং তাতে ওই দুই ব্যক্তি নিহত হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

 রকেট হামলায় আরো দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। যে দুজন নিহত হয়েছে তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করতো এবং ইসরায়েলের রিজার্ভ সেনা ছিল। নাহারিয়া শহরে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত দুই ইসরায়েলির নাম প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তারা হলো- জিভ বেলফার (৫২) এবং শিমন নাজম (৫৪)। নিহত দুজনেই ওই শহরের বাসিন্দা।

যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায়। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ মঙ্গলবার একসাথে দশটি রকেট ছোঁড়ে। এর একটি গিয়ে ওই ভবনে আঘাত হানে। এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা তেলআবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে।  এসময় নিরাপত্তার জন্য ইসরাইলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়।