শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবেসংসদ ও স্থানীয় নির্বাচনে ‘একবারে’ ভোটগ্রহণের প্রস্তাব
No icon

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চুক্তিটিকে আইনে পরিণত করেছেন। এর মাধ্যমে নির্ধারিত হয়েছে যে, কোনো পক্ষ যুদ্ধে জড়ালে অপর পক্ষ সেই দেশকে প্রয়োজনীয় সকল উপায় ব্যবহার করে তৎক্ষণাৎ সামরিক এবং অন্যান্য সহায়তা প্রদান করবে। 

গত জুনে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবার অনুমোদন করেছে উত্তর কোরিয়া। এ চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে উভয়পক্ষ একে অপরকে সহায়তা করবে বলে জানানো হয়েছে। আজ স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ তথ্যটি জানায়। খবর বিবিসি।