১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী খালেদা জিয়াকে ওমরাহ’র আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজতিতাসে গ্রাহক ভোগান্তি বাড়ছেসকালে কুয়াশা দুপুরে কড়া রোদ, ক্ষতির মুখে চাষিআদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল
No icon

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুরে বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায়।বিএসএফের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল পাচারকারী। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ জাওয়ানরা পাচারকারীদের বাধা দিলে তারা হামলার শিকার হন। আত্মরক্ষার্থে গুলি চালালে একজন বাংলাদেশি নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।দক্ষিণ দিনাজপুর পুলিশ ও বিএসএফ সূত্রে জানানো গেছে, নিহত বাংলাদেশির কোনো নাম-পরিচয় জানা যায়নি। শনিবার পুলিশ মরদেদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার থেকে ২৪ ঘণ্টার বেশি মরদেহ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।