বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিসপোশাক শিল্পে নিরাপত্তা অগ্রগতি টেকসই করার এটি উপযুক্ত সময়এস আলমের ১৫৯ একর জমি জব্দের আদেশদায়িত্ব থেকে সরে যাচ্ছেন কুয়েটের ভিসি-প্রোভিসিদাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদরাসা সুপারসহ আটক ৩
No icon

ইসলামাবাদে ডি-চক রণক্ষেত্র

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের বেশ কিছু বিক্ষোভকারী ইসলামাবাদ শহরের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় পৌঁছেছেন। এরই মধ্যে সেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে।

ঘটনাস্থল থাকা ডনের সাংবাদিকেরা জানান, পিটিআইয়ের বেশ কিছু সদস্য ইসলামাবাদের ডি-চকের কাছে বাধা এড়িয়ে জড়ো হচ্ছেন। তাঁদের বাধা দিতে সড়কে প্রতিবন্ধক হিসেবে কিছু কনটেইনার রাখা হয়েছে। বিক্ষোভকারীরা সেগুলোর ওপরও উঠে বসেছেন। অন্যদিকে সেনাসদস্যদেরও একটি কনটেইনারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।