১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী খালেদা জিয়াকে ওমরাহ’র আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজতিতাসে গ্রাহক ভোগান্তি বাড়ছেসকালে কুয়াশা দুপুরে কড়া রোদ, ক্ষতির মুখে চাষিআদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল
No icon

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজায় হামলা বন্ধে আলোচনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসান এবং গাজায় ইসরায়েলি আক্রমণের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে জার্মানির মিউনিখে হোটেল বেইরিশার হফে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুদ্ধ অবসানের, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গাজায় হামলা বন্ধের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হবে না বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলর একমত পোষণ করেন।জার্মানির চ্যান্সেলরকে উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র প্রক্রিয়া হলো যুদ্ধ বন্ধ করা।প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশে বিভিন্ন খাতে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জার্মানি বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে জার্মানির অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা।এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ অনোমেন উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে তিনি ১৮ ফেব্রুয়ারি রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।