দেশে মৃত্যুর শীর্ষ কারণগুলোর অন্যমত হৃদ্;যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ। একটি পরিসংখ্যান বলছে, দেশে মোট মৃত্যুর ৩৪ শতাংশের পেছনে আছে হৃদ্;যন্ত্র ও রক্তনালির রোগ। এত দিন বলা হয়েছে, অস্বাস্থ্যকর খাদ্য ও কায়িক পরিশ্রমহীন জীবনযাপন হৃদ্;রোগের ঝুঁকি বাড়ায়। এখন বিজ্ঞানীরা বলছেন, বায়ুদূষণ এই রোগের প্রকোপ বাড়াচ্ছে।বিশেষজ্ঞ চিকিৎসকেরা হৃদ্রোগকে বলেন ডেডলি ডিজিজ। এতে মৃত্যুঝুঁকি বেশি, ঝুঁকি দেখা দেয় আচমকা। প্রায় সূত্রহীনভাবে হঠাৎই হার্ট অ্যাটাকের সংবাদ শোনা যায়। দিশেহারা হয়ে পড়ে মানুষ। ঘটনার আকস্মিকতা ছাড়াও হৃদ্;রোগ নিয়ে ভয়ের অন্য দিক হচ্ছে, এর চিকিৎসা ব্যয় অনেক বেশি।দুই দশকের বেশি সময় ধরে হৃদ্ রোগের প্রকোপ বৃদ্ধি, এর প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এ নিয়ে দেশে গবেষণা হয়েছে কম। কত মানুষ এতে আক্রান্ত হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ ঝুঁকিতে আছে এসব নিয়ে জাতীয় জরিপ বা গবেষণাভিত্তিক কোনো পরিসংখ্যান নেই।