![](https://newstv24.com/uploads/1739710994.jpg)
গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল স্বত্বাধিকারী মিজান। তিনি বলেন, ‘আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
তিনি আরও বলেন, ‘ক্লাবের সব ব্যয় আমরা বহন করবো। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করবো কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’
ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।’