আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগরাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাপোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্তবড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়আজ ফিরছেন তারেক রহমান
No icon

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেটে দেওয়া লক্ষ্যমাত্রার তুলনায় যা ২৪ হাজার কোটি টাকা বেশি। মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার বেড়েছে। এই প্রেক্ষাপটে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত রাজস্ব থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ২০ হাজার কোটি টাকা।তিনি জানান, সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার। সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।