
কয়েক দিনের তাপপ্রবাহের পর স্বস্তি নিয়ে রাজধানীতে নামল মুষলধারে বৃষ্টি। দিনভর ভ্যাপসা গরমের পর রোববার রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। তবে প্রকৃতি স্বস্তি দিলেও দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে।রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায়ও রাজধানীতে বৃষ্টি হয়েছে। সোমবার বৃষ্টি না হলে তাপমাত্রা আবার বাড়তে পারে।রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ ডিগ্রি ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার রাতে ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীর গ্রীন রোডের বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, গরমের মধ্যে এ বৃষ্টিতে একটু শান্তি লাগছে। আরও কয়েকটা দিন বৃষ্টি হলে মন্দ হতো না।
এ দিকে তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।রোববার রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।