দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নিগুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার১২ কেজি এলপিজির দাম এখন ১৩০৬ টাকাত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৮ শতাংশ মনোনয়নপত্র বাতিল, আপিল শুরু আজহাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ
No icon

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী কারাগারে

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে রাজবাড়ী সদর আমলি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার রাতে ঢাকা মহানগরের গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে রাজবাড়ী থেকে পুলিশের একটি দল তাঁকে আনতে ঢাকায় যায়। কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা আছে।