রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। আজ বিকেল সোয়া চারটির দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আর দুটি ইউনিট রাস্তায় রয়েছে। নতুন করে আরও ইউনিট যেতে পারে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে ইউনিট যেতে দেরি হচ্ছে।