সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেতগাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহতচব্বিশের নির্বাচনে অংশ নেওয়া সদস্যকে অব্যাহতি দিল নাগরিক কমিটিবৃষ্টি হতে পারে দেশের কয়েক জায়গায়, কমতে পারে রাতের তাপমাত্রাকায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
No icon

বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় অবস্থানে ঢাকা

শীত এলেই ঢাকার বাতাসের মান যেন ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরু থেকেই বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় রয়েছে ঢাকা। সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। এই সময় ঢাকার স্কোর ছিল ২৫০।নাগরিকদের জন্য বাতাসের এই মানও খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এদিকে, তালিকায় ২৬৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ভারতের কলকাতা। ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের শহর লাহোর । নাগরিকদের জন্য বাতাসের এই মান খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।এর আগে, গত সোম ও বৃহস্পতিবার (২ ও ৫ ডিসেম্বর) ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমান ৩০০-এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয়। আর পরপর তিন দিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে।আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।