প্রথম দিন অনুপস্থিত ২৭ হাজারগাজায় ঢুকছে না ত্রাণবাহী গাড়ি, অনাহার-মৃত্যুযেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স
No icon

রাজধানীতে আজ যেসব সড়ক বন্ধ থাকবে ৬ ঘণ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানী ঢাকার বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন ব্যবস্থা রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। সড়কগুলো হচ্ছে হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল) ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড) ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।এ প্রেক্ষিতে নগরবাসীকে উল্লেখিত এলাকায় বিকল্প রাস্তা ব্যবহার করতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।